• রাজনীতি

    তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন হবে: মির্জা ফখরুল

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ২:৩১:৩০ প্রিন্ট সংস্করণ

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

    বিএনপি মহাসচিব বলেন,আমাদের সাফ কথা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। আমাদের দলের সংসদ সদস্যরাও যেকোনো সময় সংসদ থেকে পদত্যাগ করবেন। এই সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন একটা নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন হবে। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

    শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    এসময় বিএনপির সংসদ সদস্যের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, হারুন, রুমিন তৈরি হয়ে আছেন। নির্দেশ পেলে তারা সংসদ থেকে পদত্যাগ করবেন।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ