প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৩ , ৮:০০:২৬ প্রিন্ট সংস্করণ
সাব্বির মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের তাড়াশে মহেলা খাতুন (৫৫) নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৮ এপ্রিল ) সকাল ১০ টার সময় উপজেলার মাধাইনগর ইউনিয়নের বড় গুরমা গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মাধাইনগর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিলুর রহমান হাবিব।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত মহেলা খাতুন উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুরমা গ্রামে মৃত জসীম উদ্দিনের মেয়ে। ২৫ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামে ওহেদ আলী সরকারে ছেলে এবাদুলরে সাথে তার বিয়ে হয়।
এ বিষযে তাড়াশ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্ত করা হয়েছে ।