• অন্যান্য

    তাড়াশে শরীফ জিন্দানীর ওরসের দানবক্সে ৩১ লাখ টাকা | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ১৯ মার্চ ২০২৩ , ১:৪২:০১ প্রিন্ট সংস্করণ

    সাব্বির মির্জা  (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের তাড়াশে শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য হিসেবে যুগ যুগ ধরে চলে আসছে বউ মেলা। দিনটি উপলক্ষে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই তিন জেলার মিলনস্থল নওগাঁ গ্রামের করতোয়া নদীর তীরে জমজমাট মেলা বসেছে।

    সেখানে শত শত বউ-শাশুড়ি উৎসবের আমেজে দিনভর কেনাকাটা করেছেন।শনিবার (১৮ মার্চ) বিকেল থেকে তাড়াশ উপজেলায় শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে এ বউ মেলা শুরু হয়েছে। মেলা রবিবার (১৯ মার্চ) দুপুর পর্যন্ত চলবে। শত শত বউ-শাশুড়ি এ মেলায় উৎসবের আমেজে কেনাকাটা করেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের আজমীর শরীফের পীর খাজা  মইনুদ্দিন চিশতী (রহঃ)’র আধ্যাত্মিক গুরু নওগাঁর হাজী শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারে তিনদিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে শেষের দিন অর্থাৎ শনিবার ওই ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হয়।

    সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া,পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুরের তিন জেলার শত শত নারীদের উপস্থিতিতে মেলা সরগরম হয়ে ওঠে। বিশেষ করে একদিনের জন্য বউ-শাশুড়িরা কেনাকাটায় মেতে ওঠেন।

    এতে করে ঐতিহ্যবাহী বউ মেলায় এলাকার বউ-শাশুড়ি মিলনমেলায় পরিণত হয়।মেলার বিশেষ আকর্ষণ কাঠ, বাঁশ, বেতসহ স্টিলের আসবাবপত্রসহ গৃহস্থালী জিনিসপত্র, মৃৎপাত্র, প্রসাধনী সামগ্রী, মিঠাই-মিষ্টান্নসহ সব কিছু পাওয়া যায়। বছরের এই দিনটিতে বউ মেলাকে ঘিরে এলাকার ঘরে ঘরে জামাই-ঝিকে নাইওরে আনা হয়।

    ফলে এলাকায় নারীদের মাঝে ওরস উপলক্ষে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।রবিবার (১৯ মার্চ) সকালে শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারের মুতাওল্লি আব্দুল হাই সরকার বলেন, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতীর (রহ.) আধ্যাত্মিক হাজী শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে তিনদিন ব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়।

    ওরস উপলক্ষে শেষের দিন শনিবার থেকে ওই ঐতিহ্যবাহী বউ মেলার আয়োজন করা হয়।মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, জেলার উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, শাহজাদপুর, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুর সকল উপজেলার হাজার হাজার নারীদের উপস্থিতিতে মেলার স্থল সরগরম হয়ে ওঠে।

    বিশেষ করে তিনদিনের জন্য বউ-শাশুড়িরা কেনাকাটায় মেতে ওঠেন। এতে ঐতিহ্যবাহী বউ মেলা এলাকায় বউ-শাশুড়ির মিলনমেলায় পরিণত হয়।আব্দুল হাই আরও বলেন, হাজী শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারে ৩ দিনব্যাপী বার্ষিক ওরস শেষে দানবাক্স খুলে ৩১ লক্ষ ৩৬ টাকা ২৯৫ টাকা পাওয়া যায়। টাকাগুলো গণনার পরে পুলিশ ও আনসার সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্যে উপজেলার ব্যাংককে জমা দেওয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ