• অনিয়ম দূর্নীতি

    তাড়াশে, সরকারি কোষাগারের ৩ লক্ষ টাকা আত্মসাৎ করলেন ভূমি কর্মকর্তা

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৩ , ৯:৩২:১৯ প্রিন্ট সংস্করণ

    সাব্বির মির্জা।

    সিরাজগঞ্জের তাড়াশে সরকারী কোষাগারের ৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ  উঠেছে মাধাইনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিম রেজার বিরুদ্ধে । বিষয়টি জানাগেছে তাড়াশ উপজেলা ভূমি অফিস সূত্রে।

    সূত্র মতে, মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিস ওয়াশীন কার্যালয়ে সেলিম রেজা নামের এক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গত বছরের ৩ ডিসেম্বর যোগদান করেন। পূর্বে তিনি উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। কুন্দইল ভূমি অফিসে কর্মরত থাকা কালে ভূমি কর্মকর্তা সেলিম রেজা প্রজাদের ভূমি কর থেকে আদায় কৃত ৯ লক্ষ টাকা আত্মসাৎ করেন।

    আত্মসাতের বিষয়টি  ২০২২ সালের জুন মাসে সংশ্লিষ্ট বিভাগের তদন্তে ধরা পড়ে। তখুন থেকেই ওই ভূমি কর্মকর্তাকে সরকারি কোষাগারের টাকা পরিশোধের তাগাদা দেয়া হলেও তিনি তাতে কর্নপাত করেননি। তবে গত বুধবার তিনি ৯ লক্ষ টাকার মধ্যে ৬ লক্ষ টাকা সরকারি কোষাগারের জমা দিয়েছেন বলে জানিয়েছে তাড়াশ উপজেলা ভূমি অফিসের নাজির মাহমুদ হাসান।

    এদিকে আত্মসাৎ কৃত সরকারী কোষাগারের ৩ লক্ষ টাকা প্রসঙ্গে মাধাই নগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিম রেজার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

    এ দিকে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মাধাই নগর ইউনিয়ন ভূমি অফিসে গেলে অফিসটি বন্ধ পাওয়া যায়। এ সময় দেখা যায় ভূমি অফিস ওয়াশীন কার্যালয়ে সেবা নিতে আসা কাদের, শহিদুল,আলমসহ একাধিক ব‌্যক্তি অফিস বন্ধ থাকায় বাড়ি ফিরে যান।

    এ সময় তাঁরা ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দিনের পর দিন অনুপস্থিত, অসৈজন্য মুলক আচরন ও খাজনার দাখিলা প্রদানের বাড়তি টাকা আদায়ের অভিযোগ করেন।

    তাড়াশ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নুরী তাসমিন ঊর্মি ভুমি অফিস বন্ধ থাকার বিষয়ে ফোন করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ