• অন্যান্য

    তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২৩ , ২:১১:৪১ প্রিন্ট সংস্করণ

    সাব্বির মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    সিরাজগঞ্জের তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    ১৫ মার্চ বুধবার সকালে তাড়াশ ইসলামী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন তাপসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ ৩ (তাড়াশ- রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মোঃ আব্দুল আজিজ।

    এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
    আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার , সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,জহির উদ্দিন বিজ্ঞান কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, বঙ্গবন্ধু জাতীয় চার নেতার পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাকোয়াৎ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ফজলুল রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।

    এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল আজিজ বলেন, আজকের শিক্ষার্থীরাই একদিন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে ।

    তিনি আরো বলেন প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা এর ফলে বদলে গেছে বাংলাদেশ । নতুন নতুন উদ্ভাবনের ফলে প্রতিনিয়ত যেমন বদলে যাচ্ছে বিশ্ব, সেই হাওয়া বাংলাদেশের পালেও লেগেছে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা ব্যয়কে খরচ নয়, বিনিয়োগ বলেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনা প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে দেন। ধারাবাহিক পথ পরিক্রমায় এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি।

    শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ -এই চারটি ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ