প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ৭:১৫:৫৯ প্রিন্ট সংস্করণ
সাব্বির মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় থানা চত্তরে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ ) তাড়াশ থানা পুলিশের আয়োজনে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহযোগিতায় এ কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন অফিসার ইনচার্জ (ওসি) মো শহিদুল ইসলাম ।
কোনও স্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণসহ যে কোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কীভাবে আগুন নেভানোর কাজ করা হবে সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নি নির্বাপক মহড়াটি অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত মহড়ায় উপস্থিত থেকে সরাসরি অংশগ্রহণ করেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো শহিদুল ইসলাম সহ অন্যান্য অফিসার ও ফোর্স এবং তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য বৃন্দ।