• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    তিতাসে পূজামন্ডপ পরিদর্শনে আ’লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সবুর

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৬:০২:২১ প্রিন্ট সংস্করণ

    হালিম সৈকত, কুমিল্লা।।

    কুমিল্লা জেলার তিতাসে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সবুর।

    রবিবার (২২ অক্টোবর) রাতে তিনি তিতাসের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

    পূজামন্ডপ পরিদর্শনকলে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী

    আ’লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। তারই সুযোগ্য কন্যা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এক সাথে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি।

    তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত এই জনপদকে আলোকিত করেছেন। এছাড়া তার নিজ হাতে সারা দেশেই যে দৃশ্যমান উন্নয়ন করেছেন এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান এই নেতা।

    এসময় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আঃ মান্নান জয়, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, দাউদকান্দি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, তিতাস উপজেলা আ’লীগের সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান, সাবেক সদস্য সচিব দেওয়ান মোঃ জাহাঙ্গীর, শাহ আলম শান্তি, পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার সূত্রধর, সাধারণ সম্পাদক ডাঃ লনী গোপাল দেবনাথ, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরণ,কলাকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আহমেদ,

    তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ, বলরামপুর ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, কলাকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা এমএ সাত্তার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল ও জামাল হোসেন মেম্বার সহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ