• সারাদেশ

    দরিয়ানগর আন্তর্জাতিক/ কবিতা মেলা বাস্তবায়ন কমিটি গঠিত

      প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২২ , ২:০৮:০২ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    কক্সবাজারে দরিয়া নগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ সফল করতে বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা এবং আহবায়ক হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।

    এই বারের মেলা আগামি ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি-২০২৩ পর্যন্ত ৩ দিনব্যাপী এই মেলা আয়োজন করা হবে বলে মতবিনিময় সভায় জানিয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান বাংলা একাডেমী মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।

    সভায় কবি মুহাম্মদ নুরুল হুদা জানান, দরিয়া নগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ এ দেশ-বিদেশের এক হাজারের বেশি কবি অংশ নেবেন। এ মেলার মধ্য দিয়ে বিশ্বব্যাপী একটি শান্তির বার্তা প্রেরণ করা হবে।

    কবি ও সাংবাদিক নুপা আলম সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসীম উদ্দিন বকুল, কবি আসিফ নূর, কবি আলম তৌহিদ, কবি মানিক বৈরাগী প্রমুখ।

    সভায় কবি ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে যথাক্রমে শ্যামল ধর, ওয়াহিদ মুরাদ সুমন, রিদুয়ান আলী, নিধু ঋষি, রিশাদ হুদা, কফি আনোয়ার, মোশররব হোসেন, মো. ফয়সল হুদা, মনির মোবারক, কামাল হোসেন, নীলোৎপল বড়ুয়া, মাহদুদুল হাসান প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ