• সাহিত্য সংস্কৃতি

    দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলার প্রস্তুতি সভা

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২২ , ৩:৪২:০৯ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।

    পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হবে দেশ বিদেশি কবিদের নিয়ে আগামী ৩০-৩১ ডিসেম্বর ও ০১জানুয়ারি’২৩ তিনদিনব্যাপি দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা।

    বাংলা একাডেমি মহাপরিচালক ও মেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান কবি মুহম্মদ নূরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ এর প্রস্তুতি সভা অদ্য ০৭অক্টোবর সন্ধ্যা ৭.৩০মিনিটের সময় কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে কবিতা মেলার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জাতীয় পত্রিকা দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি।

    লেখক ও গুণীজন তোফায়েল আহমদ, বাংলা সাহিত্যের লেখক কবি মজিদ মাহমুদ, দরিয়ানগরের কবি আসিফ নূর, কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপিয় চৌধুরি দোলন, স্থানীয় অনলাইন ভিডিও পোর্টাল সিসিএন এর সম্পাদক দীপক শর্মা দিপু, কবি নূপা আলম প্রমুখ।

    কক্সবাজার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক কবি এম জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় ১০১সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি ও বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কবি, সাংস্কৃতিক ব্যক্তি, সাংবাদিক, গুণীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

    প্রস্তুতি সভা শেষে বাংলা একাডেমির মহাপরিচালক ও মেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান কবি মুহম্মদ নূরুল হুদার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

    এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ