প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৩ , ৬:২৩:১১ প্রিন্ট সংস্করণ
আনিসুল হক সুমন, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি, দৈনিক ঢাকা প্রতিদিন এর সিনিয়র সাংবাদিক ও শহীদ পরিবারের সদস্য, মরহুম শাহাদাত হোসেন কাজল এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯শে নভেম্বর (রবিবার) রাত ৮ টার সময় দুর্গাপুর প্রেসক্লাব হলে এই দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল তালুকদারের সঞ্চালনায় ও দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সাবেক প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, সাবেক প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক তোবারক হোসেন খোকন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম বিল্লাহ, মরহুম শাহাদাত হোসেন কাজল এর সন্তান সাংবাদিক আবিদ হাসান বাপ্পি সহ দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাংবাদিক বৃন্দ, উপজেলার গুণিজন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ প্রমুখ।
এসময় বক্তারা মরহুম শাহাদাত হোসেন কাজল এর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উনার স্মৃতিচারণ করে বলেন, শাহাদাত হোসেন কাজল অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন তিনি শুধু সাংবাদিক ছিলেন না, তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে মানুষের জন্য কাজ করে দুর্গাপুরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দুর্গাপুরের মানুষ তাকে দীর্ঘকাল শ্রদ্ধা ভরে স্মরণে রাখবে।
মরহুম সাংবাদিক শাহাদাত হোসেন কাজল দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯শে নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দে আজকের একদিনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিক শাহাদাত হোসেন কাজল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করা হয়।