প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ৯:১২:৫৬ প্রিন্ট সংস্করণ
চয়ন কুমার রায়-লালমনিরহাট জেলা প্রতিনিধি।
স্বর্ণের ১৪টি বারসহ রবিউল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার(১২ মে) রাতে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
এর আগে একই দিন সকালে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুড়িগ্রাম জেলার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক পাচারকারী রবিউল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, স্বর্ণের চালান পার হবে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ মে) সকালে বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কুড়িগ্রামের কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় সন্দেহজনক ভাবে ধান ক্ষেত থেকে মোটরসাইকেলসহ রবিউল ইসলামকে আটক করে।
পরে তার মোটর সাইকেল তল্লাশী চালিয়ে তেল বক্সের ভিতর থেকে একটি প্যাকেটে থাকা ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৩৩গ্রাম এবং আনুমানিক মুল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা