• সাহিত্য সংস্কৃতি

    দেবীদ্বারে গৌরব ৭১ এর আয়োজনে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড উদ্বোধন | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৩৭:১২ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:

    নতুন প্রজন্মেন ছাত্র—ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো উদ্দেশ্য গৌরব ৭১ সংগঠনের আয়োজনে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি ডা. ফেরদৌস খন্দকার এর সহযোগিতায় দেবিদ্বার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৩ আয়োজনের উদ্বোধন অনুষ্ঠান দেবিদ্বার উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)। প্রধান অতিথি তার বক্তব্যে স্মার্টনেসের শুরুটা হলো— একটা সন্তান যখন তার দেশ সৃষ্টির সঠিক ইতিহাসটা জানতে পারে। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য শিক্ষকদের অনুরোধ করেন। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি যেন নিয়মিতি জাতীয় সংগীত ও সকালের অ্যাসেম্বলির করার পরর্মশ দেন।

    স্মার্ট বাংলাদেশের কোনো সন্তান যেন মাদকাসক্ত না হয় খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, গৌরব ৭১ এর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এফএম শাহীন।

    দেবিদ্বার উপজেলা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড আয়োজন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান আউয়াল এর সভাপতিত্বে কুমিল্লা আইডিয়া কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন উপস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন গৌরব ৭১ এর কেন্দ্রীয় সভাপতি এসএম মনিরুল ইসলাম মনি, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সাধারণ সম্পাদক আল আমিন বাবু, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্র—ছাত্রী সংসদের সাবেক জিএস এনায়েত করিম, শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা চ্যাপ্টারের আহবায়ক রাশেদা আক্তার।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা মুক্তযুদ্ধ অলিম্পিয়াড আয়োজন কমিটির সদস্য সচিব মিতা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা অফিসার ইনর্চাজ কমল কৃষ্ণ ধর, দেবিদ্বার উপজেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম এতে দেবিদ্বার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রমুখ।

    http://এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ