• সারাদেশ

    দৌলতখানে হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

      প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ৪:২৫:১৬ প্রিন্ট সংস্করণ

    মোঃআল-আমিন,ভোলা জেলা প্রতিনিধি।

    ভোলার দৌলতখান উপজেলার ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ইং শিক্ষা বর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক জনাব তরিকুল ইসলাম কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়।এরপর অতিথিদের কে ব্যাচ পরিধান করানো হয়।তারপর পরীক্ষার্থী পক্ষ থেকে মানপত্র বিতরণ ও পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃসালেহউদ্দিন, পুলিশ সুপার গাজীপুর।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃতরিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সাবেক সহকারী শিক্ষক হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাফিজল ইসলাম হাওলাদার,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাবা কহিনুর ওবায়েদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দঃসৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শ্রী ননী গোপাল দত্ত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনপুর বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা রাফিয়া হাসান।

    অনুষ্ঠান সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সালাহউদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আফজাল হোসেন ডালিম এর উপস্থাপনায় ও সালেহউদ্দিন এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ