প্রতিনিধি ১১ মার্চ ২০২৩ , ১০:৫৭:৫৮ প্রিন্ট সংস্করণ
পিসি দাস,দিনাজপুর প্রতিনিধি //
দিনাজপুরে বিএনপি’র স্মরণকালের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকের্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে এই মানববন্ধন পালন করে।
শনিবার ১১ মার্চ-২০২৩ইং সকাল ১১ থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর শহরের নিমতলা মুন্সিপাড়া এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিনাজপুর পৌরসভার সৈয়দ জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এমএ জলিল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ খুরশিদ আলম মতি প্রমূখ। মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, তাঁতীদল, জাসাসসহ জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভাসহ ২২টি সাংগঠনিক ইউনিটের বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।