• ক্যাম্পাস

    জাককানইবি শাখার হাল্ট প্রাইজ- ২০২২-২৩ প্রতিযোগিতার আয়োজক/ কমিটির সদস্য বরণ

      প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২২ , ১১:০৬:৪৯ প্রিন্ট সংস্করণ

    নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার হাল্ট প্রাইজ প্রতিযোগিতার অন ক্যাম্পাস প্রোগ্রাম ২০২২-২৩ এর অর্গানাইজিং বডি অনবোর্ডিং প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে।

    বুধবার ( ১২ই অক্টোবর) বিকাল ৪টায় অনুষ্ঠানটির আয়োজনের মধ্য দিয়ে নবীন তরুণদের নিয়ে এবছরের হাল্ট প্রাইজ প্রতিযোগিতার আয়োজনের সূচনা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, হাল্ট প্রাইজ জাককানইবি ২০২১-২২ এর ক্যাম্পাস ডিরেক্টর এবং বর্তমান মেন্টর এম.এম. আবু হাইসাম হিমেল।

    প্রোগ্রামটিতে প্রত্যেকটি দলকে তাদের দায়িত্ব সম্পর্কে অবগত এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপদেষ্টা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মেন্টর এম.এম. আবু হাইসাম হিমেল।বক্তব্যে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হাল্ট প্রাইজের মাধ্যমে উঠে আসা সমস্যাগুলোর সমাধানের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সেগুলো সমাজের কতোটা প্রভাব বিস্তার করছে তা গুরুত্বপূর্ণ ।

    এছাড়াও পুরো প্রোগ্রামটি জুড়ে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ জাককানইবি ২০২২-২৩ এর ক্যাম্পাস ডিরেক্টর নূর আলম নাহিদ, তাহমিদুর রহমান পাভেল ( সহকারী ক্যাম্পাস ডিরেক্টর) , নিগার সুলতানা বৃষ্টি ( চিফ অফ স্টাফ) এবং হিমিকা আজিজ ( সহকারী অর্গানাইজার) এবং নব্যনিযুক্ত কমিটির অন্যান্য সদস্যরা।

    উল্লেখ্য যে, নজরুল বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সাল থেকে এই প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এবছর আয়োজক কমিটিকে ৬ টি দলে বিভক্ত করে সম্পূর্ণ সংগঠনটি মোট ২৮ জন সদস্যদের কমিটি গঠন করেছে।

    এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ