• দূর্ঘটনা

    নড়াইলের লোহাগড়ায় ট্রাকটারের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১:৩৮:০১ প্রিন্ট সংস্করণ

    নড়াইল জেলা প্রতিনিধি।

    নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনায় নির্মাণাধীন রেল প্রকল্প এলাকায় ট্রাক্টরের ধাক্কায় একজন কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত জান্নাতি খানম (১০) চর কালনা গ্রামের সিরাজ মুন্সীর মেয়ে এবং সে টি চর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চর কালনার রেল প্রকল্প কাজে নিয়োজিত একটি ট্রাক্টর কিশোরী জান্নাতি খানমকে ধাক্কা দেয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    দুর্ঘটনার পর পরই ট্রাক্টরের চালক চরবগজুড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে নয়ন (১৭) ট্রাক্টর ফেলে সেখান থেকে পালিয়ে যায়। সূত্রে আরো জানতে পারি, চালক নয়ন কম বয়সী এবং অদক্ষ চালক ছিলো।

    এবিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ বলে নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ