• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    নড়াইলের লোহাগড়ায় শিশু বাচ্চাকে গাছে ঝুলিয়ে নির্যাতন ও হত্যার চেষ্টা পিতা গ্রেফতার |

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৩১:১৬ প্রিন্ট সংস্করণ

    নড়াইল জেলা প্রতিনিধি।

    নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে পিতা মামুন শেখ নিজ সন্তানকে গাছে ঝুলিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    মামুন শেখ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের দাউদ শেখের ছেলে। মামুন শেখের দুই বউ, দ্বিতীয় বউ বাড়ি থেকে চলে যাওয়ায় প্রথম বউয়ের ৮ মাসের শিশু সন্তানকে আম গাছের সাথে রশি দিয়ে উল্টা করে ঝুলিয়ে অমানষিক নির্যাতনসহ তাকে হত্যার চেষ্টা করেন তার পিতা মামুন শেখ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর গ্রামের দাউদ শেখের ছেলে মামুন শেখে এর সাথে ইসলামিক শরিয়াত মোতাবেক কুলসুম বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সুন্দরভাবে সংসার করে আসছিলো। তাদের সংসার জীবনে তাদের দুইটি ছেলে একটি মেয়ে সন্তানের জন্ম হয়।

    কিন্তু বেশিদিন টেকেনি সে সংসার কিছুদিন আগে প্রায় ১ বছর আগে মামুন শেখ তার প্রথম স্ত্রীকে না জানিয়ে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আরেকটি বিয়ে করেন মামুন। দ্বিতীয় বিয়ে করার পর থেকে সে তার প্রথম স্ত্রীর ঠিক মত দেখভাল করেন না এমনকি সে তার সন্তানদের কোনো খোজ খবর নেন না।

    বিয়েে বিষয়ে তার প্রথম স্ত্রী জানতে পারলে তাকে কিছু বল্লে সে তার স্ত্রী কুলসুম বেগমকে মারপিট করেন এবং বিভিন্নভাবে যৌতুকে দাবী করে। গত সোমবার দুপুরে মামুন শেখ কুলসুম বেগমকে তার বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক আনতে বলেন কিন্তু তার বাবা-মা অত্যন্ত গরীব সে টাকা আনতে অস্বীকার করে ।

    পরে তার স্বামী মামুন লাঠি দিয়ে তাকে এলো-পাতাড়ি মারপিট করেন। তারপিঠ শেষ নয় তাকে প্রাণে মেরে ফেলার জন্য গলা চেপে ধরে। শুধু মামুন একা নয় তার দ্বিতীয় স্ত্রীও সাথে তাকে মারধর করে এতে সে গুরুত্বরভাবে অসুস্থ হয়ে পড়ে। মারপিঠের পর তার দ্বিতীয় স্ত্রী সেখান থেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পর মামুন তার শিশু বাচ্চা আল হাবিব (০৮) মাস বয়স তাকে ধরে নিয়ে আম গাছের সাথে উল্টা করে ঝুলিয়ে অমানষিক নির্যাতন করে এবং হত্যার চেষ্টা করে। এসময় তার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

    এ ঘটনায় শিশুটির মা নিজে বাদী হয়ে তার স্বামী ও তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর নামে লোহাগড়া থানায় একটি মামলা করেন।

    এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, উক্ত ঘটনা সম্পর্কে আমরা জেনেছি খোজ খবর নিয়েছি। মামুন শেখ ও তার দ্বিতীয় স্ত্রীর নামে ভুক্তভোগীর মা মামলা করেছেন।

    আমরা আসামী মামুন শেখকে গ্রেপ্তার করেছি এবং আরেকজনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে খুব দ্রুত তাকেও গ্রেফতার করতে পারবো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ