প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ৩:৫৮:৪৯ প্রিন্ট সংস্করণ
মুহাম্মাদ জহিরুল ইসলাম জহির।ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
আজ বিকাল ৩ ঘটিকায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার নরসুন্দাপল্লী, নদীরপাড় দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি মুহাম্মাদ জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাদাত আলী খাঁন তারিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল আহাদ সাহেব ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ ওয়াসিম আকরাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আতিকুর রহমান মুজাহিদ।
সম্মেলনে বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী অবৈধ সরকার জনগণের ভোটের অধিকার লুন্ঠন করে দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিতে চাচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল হান্নান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ হুমায়ুন কবির সেবক, দাওয়া সম্পাদক মুহাম্মাদ মাহবুবুর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ মাহদী হাসান মিম্মান, কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম শামীম, কলেজ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।