প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১:০২:৪৫ প্রিন্ট সংস্করণ
নান্দাইল প্রতিনিধিঃখাইরুল ইসলাম
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা উপলক্ষে গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনের পরিচালনা ও উপজেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল মনসুরের সভাপতিত্বে ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর সাথে নান্দাইল উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধিগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, সহকারি ভূমি কর্মকর্তা এ.টি.এম. আরিফ, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ, আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, আলম ফরাজি (সাংবাদিক), এনামূল হক বাবুল (সাংবাদিক) সহ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ ভূঁইয়া, নান্দাইল উপজেলাধীন ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং নান্দাইল উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।