• রাজনীতি

    না ফেরার দেশে চলে গেলেন ছাত্রলীগ নেতা ঝিল্লু

      প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ৭:৪০:৩৪ প্রিন্ট সংস্করণ

    সোবাহান সৈকত, সদরপুর,(ফরিদপুর) 

    আজ সোমবার বেলা ১১ টায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এক সময়ের তুখোর ছাত্রলীগ  নেতা ১৯৯৬-৯৭ সালের সরকারি রাজেন্দ্র কলেজের নির্বাচিত ভি,পি আ,ন,ম,হাফিজুর রহমান ঝিল্লু। তাঁর পারিবারিক সুত্র জানান,

    তিনি ২০২৩ সালের ১৪ জানুয়ারি ব্রেন স্টোক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার বেলা ১১ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ  বাদ আসর  নিজ বাসভবন কৃষ্ণপুরে মোরহুমের  নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। হাফিজুর রহমান ঝিল্লু ছাত্র জীবন থেকে অদ্যবধি ছাত্রলীগের রাজনীতির সাথে জরিত ছিলেন।

    ভি,পি হওয়ার আগে তিনি সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রছাত্রী সংসদ (রুকসু) এর বার্ষিকী সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। হাফিজুর রহমান ঝিল্লু কৃষ্ণপুর ইউনিয়নের মৃত আইনদ্দিন মোল্যার দুই পুত্র ও এক কন্যার মধ্যে সবার ছোট। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক কন্যা ও বহু আত্বিয় স্বজন রেখে গেছেন।

    সাবেক জনপ্রিয় এই ছাত্রলীগ নেতার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব সদরপুর উপজেলা শাখার সভাপতি শিমুল তালুকদার এবং সাধারণ সম্পাদক সোবাহান সৈকত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ