• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    নীলফামারী জেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ৩:২২:৫০ প্রিন্ট সংস্করণ

    নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি।

    দীর্ঘ ৮ বছর পর নীলফামারী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৮ জুলাই (মঙ্গলবার) এই সম্মেলনের দিন-ক্ষণ নির্ধারণ করে চিঠি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

    নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

    জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল সভাপতিত্ব করবেন। জেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলনে সম্মানিত অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রধান বক্তা থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু। জেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ