নীলফামারী রেলওয়ের জালি ও লাইনের গার্ডার চুরি যাওয়া মালামাল উদ্ধার

- আপডেট সময় : ০৩:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ৯৬৭৯ বার পড়া হয়েছে
নবিজুল ইসলাম নবীন,- নীলফামারী প্রতিনিধি,
নীলফামারী রেলওয়ের স্টেশনের সিগন্যাল কেবিনের পুরোনো জালি ও লাইনের গার্ডার প্রায় ৮০০ কেজি মালামাল চুরির ঘটনা ঘটেছে।
এদিকে চুরি যাওয়া মালামালের ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যম ফেসবুকে। চুরি যাওয়ার ঘটনায় সক্রিয়ভাবে জড়িত স্টেশন মাস্টার (বড়বাবু) ওবাইদুল ইসলাম ওরফে রতন।
গত ৪ জানুয়ারি গভীররাতে ভ্যানযোগে নীলফামারী শহরের মানিকের মোড় এলাকার ভাংরি ব্যবসায়ী আলমের গোডাউনের উদ্দেশ্যে নিয়ে যায়। রাত গভীর হওয়ায় ব্যবসায়ী আলমের ফোনে কথা বলে গোডাউনের বাইরে রেখে দেয়। বৃহস্পতিবার সকালে রেললাইনের মালামাল দেখতে পায় স্থানীয়রা।
সংবাদ পেয়ে সদর থানার পুলিশ এসব মালামাল উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়।এদিকে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে স্টেশনমাস্টার রতন পালিয়ে যায়। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেস্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গারী ব্যবসায়ী আলম জানান, স্টেশনমাস্টার রতন রাতেই আমাকে ফোন দিয়ে মাল গুলো পাঠিয়েছে। তিনি নিজেও আজ সকালে এসেছিল, স্থানীয়দের শোরগোল দেখে তিনি চলে যান। পরে আমি নিজেই থানায় ফোন দেই, পুলিশ এসে মাল গুলো থানায় নিয়ে যায়।
সদর থানার ওসি আব্দুর রউপ মুঠোফোনে জানান, আমরা চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছি। যদি কেউ লিখিত অভিযোগ দেয় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবো।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, আমি এই মাত্র শুনলাম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।