ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

পঞ্চগড়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:৫৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • / ৯৬৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদুল হাসান জয়,পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে  মধ্যরাতে গুলিবিদ্ধ অবস্থায় ফিরোজ আহমেদ (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দিনগত রাত ২টার দিকে পৌরশহরের সোনালী ব্যাংকের ভেতর  এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে জানায় পুলিশ।

সূত্র মারফতে জানা যায়, গভীর রাতে অন্যদিনের মত পঞ্চগড় সোনালী ব্যাংকে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ফিরোজ। এক পর্যায়ে রাইফেল বের করে  নিজের মাথায় গুলি করেন তিনি। গুলির শব্দ পেয়ে অন্য সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিটি তার থুতনির নিচ থেকে মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে।

এর আগে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তাকে ঝগড়া করতে দেখেন অন্য পুলিশ সদস্যরা। সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর আবতাবগঞ্জ এলাকার আবু সাঈদের ছেলে। চাকুরির সুবাদে পঞ্চগড়ে স্ত্রীসহ বসবাস করতেন ঐ পুলিশ সদস্যের।

আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মির্জা সাইদুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্যকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। তার থুতনির নিচে ও মাথার ওপরে গর্তসহ মারাত্মক জখম হয়েছে। তবে ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩

মাহমুদুল হাসান জয়,পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে  মধ্যরাতে গুলিবিদ্ধ অবস্থায় ফিরোজ আহমেদ (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দিনগত রাত ২টার দিকে পৌরশহরের সোনালী ব্যাংকের ভেতর  এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে জানায় পুলিশ।

সূত্র মারফতে জানা যায়, গভীর রাতে অন্যদিনের মত পঞ্চগড় সোনালী ব্যাংকে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ফিরোজ। এক পর্যায়ে রাইফেল বের করে  নিজের মাথায় গুলি করেন তিনি। গুলির শব্দ পেয়ে অন্য সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিটি তার থুতনির নিচ থেকে মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে।

এর আগে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তাকে ঝগড়া করতে দেখেন অন্য পুলিশ সদস্যরা। সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর আবতাবগঞ্জ এলাকার আবু সাঈদের ছেলে। চাকুরির সুবাদে পঞ্চগড়ে স্ত্রীসহ বসবাস করতেন ঐ পুলিশ সদস্যের।

আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মির্জা সাইদুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্যকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। তার থুতনির নিচে ও মাথার ওপরে গর্তসহ মারাত্মক জখম হয়েছে। তবে ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।