• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    পাঁচবিবিতে বিএনপির হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

      প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ২:৩২:১৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার। 

    বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাট জেলা আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলাকালে বিএনপি জামায়াত শিবির কর্তৃক সন্ত্রাসী বাহিনীর হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম (সৈকত)সহ প্রায় শতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

    বুধবার (১৯জুলাই) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ পাঁচবিবি উপজেলা শাখা ও পৌর শাখার যৌথ উদ্যোগে পাঁচবিবি রেল ষ্টেশন রোডের ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পাঁচবিবি বারোয়ারী মন্দির চত্ত্বরে এসে শেষ হয়।

    সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদারের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ