প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ১১:৫৯:৪৩ প্রিন্ট সংস্করণ
সোবাহান সৈকত, সদরপুর (ফরিদপুর):
চলতি মৌশুমে হটাৎ পাটের মূল্য কমে যাওয়ায় বিপাকে পরেছে সদরপুর উপজেলার পাটচাষীরা। স্থানীয় পাট চাষীদের সাথে কথা বলে জানা গেছে, চলতি মৌশুমে প্রথম দিকে (জুনের শেষ থেকে আগষ্টের মাঝামাঝি পর্যন্ত) প্রতি মন পাট বিক্রি হোত ৩৪০০ থেকে ৩৫০০ টাকা দরে।
বর্তমানে সেই পাট বিক্রি হচ্ছে প্রতি মন ২৫০০ থেকে ২৬০০ টাকা দরে। সম্প্রতি পাটের মূল্য কমে যাওয়ায় হতাশা দেখা দিয়েছে স্থানীয় কৃষকদের মাঝে। সদরপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ৬ হাজার ৯০০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছিল।
স্থানীয় বেশ কয়েকজন পাট চাষীদের সাথে কথা বললে তাঁরা জানান, চলতি মৌশুমে আবহাওয়া অনুকুলে থাকার কারনে উৎপাদন ভালো হলেও চলতি মৌশুমে পর্যাপ্ত বৃষ্টিপাত এবং বর্ষার পানি না আসার কারনে পাট কাটা, পচানো, সমস্যা হওয়ার কারনে পাটের মান কিছুটা নিম্নমানের হওয়া, পরিবহন খরজ বৃদ্ধি হওয়া সহ এবার প্রতি মন পাট উৎপাদনে খরজ হয়েছে প্রায় ২৫০০ টাকা।
বর্তমানে পাটের উৎপাদন খরজ উঠাতে হিমসিম খাচ্ছে পাটচাষীরা। চলতি মৌশুমের শেষে পাটের মূল্য বৃদ্ধি না পেলে আগামি পাট মৌসুমে পাটচাষে আগ্রহ হারাতে পারে কৃষক এমনটাই মনে করছেন সচেতন মহল।