• অপহরণ

    পাবনায় পুলিশ পরিচয়ে// বিজিবি সদস্য অপহরণ

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ২:২৩:১১ প্রিন্ট সংস্করণ

    পাবনা জেলা প্রতিনিধি॥

    পুলিশ পরিচয়ে শরিফুল ইসলাম নামে এক বিজিবি সদস্যকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে একটি চক্র। এসময় তার কাছে থাকা নগদ ৮ লক্ষ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় চক্রটি।ঘটনাটি ঘটেছে পাবনা আমিনপুরের নান্দিয়ারা গোরস্থানের পাশে।

    এ ঘটনায় বিজিবি সদস্য শরিফুল ইসলামের পিতা হাবিবুর রহমান থানায় অভিযোগ দায়ের করেছেন।

    থানার অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে আনুমানিক ১১ ঘটিকার দিকে জনতা ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে ৭ লাখ ৯০ হাজার টাকা তোলেন। এসময় তার কাছে আরও ১৫ হাজার টাকাসহ মোট ৮ লাখ ৫ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় নান্দিয়ারা গোরস্থানের পাশে একটি মাইক্রোবাস তার গতি রোধ করে পুলিশ পরিচয়ে জোরপূর্বক গাড়িতে তোলেন। এসময় তার হাত-পা বেঁধে প্রায় দুই ঘন্টা বিভিন্ন জায়গায় ঘোরায়।

    এসময় তাকে লাঠিসোঁটা দিয়ে শরিরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা নগদ ৮ লাখ ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনটি নিয়ে নেয় চক্রটি। পরে শরিফুল ইসলামকে সুজানগর উপজেলার চব্বিশ মাইল আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাত-পা বাধা অবস্থায় ফেলে রেখে চলে যায়।

    ভুক্তভোগী শরিফুল ইসলাম জানান, ” আনুমানিক সকাল ১১ ঘটিকায় জনতা ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে ৭ লাখ ৯০ হাজার টাকা তুলি এসময় আমার কাছে আরও ১৫ হাজার টাকা ছিল।

    মোট ৮ লাখ ৫ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় আমিনপুরের নান্দিয়ারা গোরস্থানের পাশে একটি মাইক্রোবাস আমার গতি রোধ করে।

    গাড়ি থেকে কয়েকজন নেমে পুলিশ পরিচয়ে আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে মারধর করে ও আমার হাত-পা বেঁধে ফেলে। আমার কাছে থাকা নগদ ৮ লাখ ৫ হাজার টাকা নিয়ে আমাকে ফেলে রেখে যায়। গাড়ি থেকে ফেলে দেবার সময় গাড়ির পেছন থেকে নম্বরটি দেখে রাখি যার নম্বর ১৩- ৬৯৩২।

    ভুক্তভোগী শরিফুল ইসলামের পিতা হাবিবুর রহমান বলেন, দ্রুত অপহরণকারীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, পুলিশ পরিচয়ে অপহরণের বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত অপহরণকারীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    http://এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ