প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৩৫:২১ প্রিন্ট সংস্করণ
নিরানন্দ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর সুন্দরীপাড়া রেলগেট সংলগ্ন জামে মসজিদে গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ২টার সময় এক দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। অজ্ঞাত চোরের দল মসজিদে আগত ইন্দোনেশিয়ান তাবলিগ জামায়াতের আমির ফারুক ও সদস্য আবুজার এর বেশ কিছু টাকা ও মোবাইল সেট চুরি করে।মসজিদটিতে ইন্দোনেশিয়ান ৯জনসহ আরও দুইজন বাংলাদেশী সফরসঙ্গী অবস্থান করছিল।
ইন্দোনেশিয়ান তাবলিগ জামায়াত এর আমির ফারুক ও স্থানীয় সদস্য প্রভাষক আবু সায়েম দুঃখ প্রকাশ করে বলেন, বড় ধরনের কোন কিছু না ঘটলেও মসজিদের ভেতরে চুরি করাটা খুবই লজ্জাজনক।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, বিষয়টি আমি অবগত হওয়ার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। এলাকাটি রেলওয়ে থানার আওতাধিন। তিনি রেলওয়ে থানা কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন বলে নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।