প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

- আপডেট সময় : ০৮:১৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ৯৬৪৭ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উপলক্ষে আনন্দ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৭ মে) সকাল ১০টায় ছাত্রলীগের দলীয় ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে আনন্দ মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হোন তারা।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধনমন্ত্রীর ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা আনন্দ মিছিল করেছি।আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী তার সুদক্ষ নেতৃত্বে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ও দেশের সার্বিক উন্নয়ন করবেন।
এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক ও মেজবাহুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম সরকার ডন ও বলে বিভিন্ন হল অনুষদের প্রায় ২ শতাধিক নেতাকর্মীরা।