প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ৮:১৩:৪০ প্রিন্ট সংস্করণ
ফরিদপুর জেলা প্রতিনিধি।
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিষ্ফোরনে আগুন ধরে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ জুন) বেলা ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা ৭ জন ঘটনাস্থলে মারা গেছেন, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।