• দূর্ঘটনা

    ফিসারীঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১জেলে দগ্ধ

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ১১:০৭:৫৫ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    কক্সবাজারে ৬ নং ফিসারীঘাট এলাকায় মাছধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে নৌকায় থাকা ১১ জেলে দগ্ধ হয়েছেন।

    শুক্রবার (পহেলা সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় ঘাটে নোঙর করা নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধদের সকালে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

    কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ১১জন জেলেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসময় ৯ জেলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বাংলাদেশের বার্তাকে জানান। বাকী ২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    বিষ্ফোরণে দগ্ধ ১১ জন জেলে হলেন দুলাল মাঝি, মো: শাহিন, শফিকুল আলম, দীল মোহাম্মদ, মো: রফিক, মো: ওসমান, রহিম উদ্দিন, রহিমুল্লাহ, মনির, মো: আরমান ও আলী আকবর।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ