• সারাদেশ

    বঙ্গবন্ধুর সমাধিতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলী

      প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ৪:১০:২৬ প্রিন্ট সংস্করণ

    সাব্বির মির্জা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

     

    সোমবার (২০ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাংবাদিকদের এসব কথা বলেন।

     

    সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান ও বিপ্লবী সাধারণ আব্দুস সামাদ তালুকদারের

    নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০ টায় তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

     

    এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধুর সমাধিতে রাখা পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন নেতারা।

     

    এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সুইট বলেন, জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন, এই দেশের মানুষ না খেয়ে থাকবে না। কেউ গৃহহীন থাকবে না। মানুষ থাকার জায়গা পাবে। উন্নত চিকিৎসা পাবে। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। অর্থাৎ জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ঘাতকের দল তা পূরণ করতে দেয়নি, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেটা বাস্তবায়ন করছেন। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এক সঙ্গে এত মানুষকে ঘর করে দেওয়ার নজির কোথায়ও নেই।

     

    তিনি আরও বলেন, আজকে জাতির পিতার পবিত্র সমাধি থেকে আমাদের শপথ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। কারণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা ছাড়া বাস্তবায়ন সম্ভব না। এজন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শক্তিকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দৃঢ় শপথে অবিচল এগিয়ে যেতে হবে।

     

    শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য্য, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, এ্যাডঃ আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আব্দুল বারী সেখ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল খান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রহমান রানা, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া, এ্যাডঃ আব্দুল হামিদ সরকার, বদরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, এ্যাডঃ আনোয়ার পারভেজ লিমন, ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, সাংগঠনিক সম্পাদক আলহাজ দানিউল হক মোল্লা, ইমরুল সিরাজী তপন, এ্যাডঃ কায়সার আহমেদ লিটন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির তালুকদার, দপ্তর সম্পাদক এ্যাডঃ রজব আলী সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আহসান হাবীব এহসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার সিকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তারা, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ কাজী সেলিনা পারভীন পান্না, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক নাসিমুর রহমান নাসিম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান দিলু, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুস (শিল্পী), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কল্পনা ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মহসীন খান রানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক স ম দুলাল রায়হান, কোষাধ্যক্ষ আজিজুল হক তালুকদার।বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু, প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর শাকিল জয় এমপি, তানভীর ইমাম এমপি, ডা. আব্দুল আজিজ এমপি, আব্দুল মোমিন মন্ডল এমপি , শাহাব উদ্দিন, আব্দুল বারী তালুকদার, রফিকুল ইসলাম হিরা, শামসুজ্জামান আলো, বীর মুক্তিযোদ্ধা হাসান খসরু খান, হালিমুল হক মিরু, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, এ্যাডঃ আব্দুল আলিম খান জুয়েল, রফিকুল ইসলাম রনি, হাসি মির্জা, রিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর আলম তালুকদার, এ্যাডঃ রেজাউল বারী রন্টু, মো. ফজলুর রহমান খান ফজলু, জিহাদ আল ইসলাম, রাশেদ ইউসুফ জুয়েল, নাজমুল হুদা মিঠু, কে এ মনোয়ার হোসেন বিপুল, বিপুল সিংহ, হাজী নিজাম উদ্দিন, শওকত হোসেন সাকার, লিয়াকত হোসেন লিকু, ইলিয়াস আহম্মেদ, ড. মিঠুন মোস্তাফিজ, ড. কে এম আব্দুল মমিন সিরাজী ও অংকুরজিত সাহা নব প্রমুখ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ