প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ৮:১৭:০৭ প্রিন্ট সংস্করণ
মোঃ আমিনুল ইসলাম ভুঁইয়াঃ
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া সুন্নিয়া কামিল এম এ মাদারসার অধ্যক্ষ মুফতী আলী আকবর ফারুকী সভাপতিত্বে করেন ইসলামিক ফাউন্ডেশন বরুড়া উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার রুহুল আমিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেয়ারটেকার মাওলানা মোজাম্মেল হক,ও দেলোয়ার হোসেন,
এই সময়ে আরে উপস্থিত ছিলেন অন্যান্য অফিসারবৃন্দ, ও বরুড়া পৌরসভা ও আশেপাশের ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ, সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মুরালে
তার পর ইসলামিক ফাউন্ডেশন বরুড়া উপজেলা শাখার অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্ম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন আজ এমন একজন মহামানবের জন্মদিন যার সম্পর্কে বলে শেষ করা যাবে তিনি যদি স্বজাতির জন্য অমর চিন্তা ভাবনা না করতেন তাহলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না ।
আমাদের ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠের ব্যবস্থা করে দেন ইসলামের প্রচার প্রসারের জন্য অনেক কাজ করে গেছেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এ দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি ৫৬৪ টি মডেল মসজিদ করে দিচ্ছেন এদেশের ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার প্রসারের জন্য সবাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন তিনি যেনে সুস্থ থাকেন মানুষের কল্যাণে আমরণ কাজ করে যেতে পারেন ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বরুড়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা রুহুল আমিন।