প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:০৫:৪৫ প্রিন্ট সংস্করণ
বরুড়া প্রতিনিধি,
কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং খোশবাস(উঃ) ইউনিয়নের দেওয়াননগর (হাজী বাড়ি) গ্রামের মৃত.আব্দুল আজিজ খলিফার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ(৬৮) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পর্ণ হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,বরুড়া উপজেলা চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম,বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার(ভূমি) মোঃ মেহেদী হাসান,থানা মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার,থানা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান,মাওলানা মোঃ শহিদুল্লাহ, মোঃ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, সিরাজুল ইসলাম পাটোয়ারীসহ এলাকার হাজার মুসুল্লী।
মৃত্যুকালে ৪ পুত্র,১ কণ্যা ও ১ স্ত্রী, নাতি, নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বুধবার দিবাগত রাত ১ টায় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজে হাসপাতালে ইন্তেকাল করেন।