• সাহিত্য সংস্কৃতি

    বাংলাদেশের বার্তার “সাহিত্য কন্ঠ”

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ৩:৪২:৫৭ প্রিন্ট সংস্করণ

    বিশ্বসেরা মেসি
    কবির আহমদ

    মেসি হলো বিশ্ব সেরা
    খেলোয়াড়ের রাজা,
    সোনার ট্রপি মেসি পেলে
    মানুষ করে মজা ।
    ফুটবল প্রেমির হৃদয় জুড়ে
    বিরাজ করে মেসি,
    অবাক করা খেলছে খেলা
    দর্শক মাতায় বেশি ।
    শত কোটি দর্শক মানুষ
    মেসি ভক্তি করে,
    মেরাডোনা পেলেকেও
    যাচ্ছে মেসি ছেড়ে ।
    মেসির পায়ে আছে যেনো
    যাদুকরী শক্তি,
    তাহার খেলায় মুগ্ধ সবাই
    তাকে করে ভক্তি ।
    দর্শকেরো ভালোবাসায়
    মেসি গেছে মিশে,
    ইতিহাসের পাতায় মেসি
    নামটি লিখে দিছে ।

    “”বিজয় তুমি এলে”
    রিক্তা রানী দাশ

    বিজয় তুমি এলে দীর্ঘ নয় মাস সংগ্রাম শেষে।
    বিজয় তুমি এলে লাখো শহীদের আত্মদানে।
    বিজয় তুমি এলে কোটি মানুষের অশ্রু বিসর্জনে।
    বিজয় তুমি এসেছো বলে বাঙালি জাতি পেয়েছে বীরের খেতাব।
    বিজয় তুমি এসেছে বলে পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে।
    বিজয় তুমি এসেছো বলে বিশ্ব বলছে হেসে, সাবাস বাংলাদেশ।

    “”বত্রিশ দাঁত””
    কবির হোসাইন

    পাশের বাড়ির অমুক নারী
    অন্যরকম লোক,
    দাঁত বুঝি তার বত্রিশটি
    আজব তাহার চোখ।
    ভালো কিছু সামনে এলেই
    ঈর্ষায় কেমন করে,
    ঐ জিনিসটা কিছু দিনেই
    ধ্বংস হয়ে মরে।
    চোগলকুরি, পরনিন্দায়
    পাক্কা ভীষণ রকম,
    তার সাথে কেউ লাগতে এলে
    হতেই হবে জখম।
    সারাক্ষণই বলে বেড়াই
    পর মানুষের দোষ,
    সে যে একটা বদের হাড্ডি
    সে দিকে নাই হুঁশ।
    এই দুনিয়া কতদিনের
    যাবে যখন মরে,
    বুঝবে সেদিন গোরে থেকে
    অশ্রু কেমন ঝরে।

    বাংলার স্বাধীনতা
    মোঃ মোশাররফ হোসেন মুছা

    লাখো তাজা প্রাণের বিনিময়ে
    অর্জিত হলো মোদের স্বাধীনতা,
    বাঙালিরা করলো শপথ গ্রহণ
    থাকবেনা যে পাকিস্তানের অধীনতা।
    গুলির আঘাত বুক পেতে নিলো
    বাংলার মানুষের স্বাধীনতার জন্য,
    মরণ তাঁদের হয়েছে স্বার্থক
    জাতির কাছে তাঁরা চির ধন্য।
    মহান স্বাধীনতা দিবসের মর্মকথা
    বাংলার সর্বস্তরের মানুষের স্বাধীনতা,
    সহ্য করবোনা পাক-হানাদারদের অত্যাচার থাকবো না পরাধীনতা।
    বাংলার দামাল ছেলেরা যখন
    মুক্তি যুদ্ধে রনাঙ্গণে যান,
    জীবনদানে স্বাধীনতা অর্জন করবে
    নাসিকাতে লাগে বিজয়ের ঘ্রাণ।
    হিংসা বিদ্বেষ ছেড়ে সবাই
    বিশ্বে রাখবো স্বদেশের মান,
    হাসিমুখে যাঁরা দিয়েছে প্রাণ
    আজ গাইবো তাঁদের গান।
    মহান স্বাধীনতা দিবসে প্রতিজ্ঞা
    করবো হাতে হাত রেখে,
    নতুন প্রজন্ম অনুকরণ করবে
    দেশ প্রেমের আদর্শ দেখে।

    মাতৃস্নেহে মুগ্ধ মন
    মেনকা বিশ্বাস

    সাম্রাজ্যধনে মুগ্ধ নয় মন
    যেমন মুগ্ধ আছে মাতৃস্নেহ বন্ধনে ।
    শৈশবকাল হতে চেতনার প্রত্যুষে
    বিস্তৃত আলয়ে মায়াচ্ছন্নলোকে।
    তৃষ্ণার্ত উৎসুক মন অধীর আগ্রহে
    আজও সেথা ছুটে চলে
    আচম্বিতে দৃষ্টি আলোকে
    কাছে পাবো বোলে ।
    মাতৃস্নেহ মোর কাছে মনে হয়
    এ বিশ্বসংসারে সর্বশ্রেষ্ঠ ধন
    পেতে সদা করি আকিঞ্চন ।
    জয়লাভে যশোলাভ যা না পাই আমি
    পাই মাতৃস্নেহ পাশে মর্মে উদ্যম
    শান্তি সুখ এই বিশ্বমাঝে ।

    জম্মদিন
    অজিত কুমার সিংহ

    আজ আমার একমাত্র মেয়ের
    বয়স দ্বাদশ বছর পূর্ণ হয়েছে।
    বাড়িতে বিকাল থেকে তার
    বান্ধবীরা আসতে শুরু করেছে।
    রাত্রে ঘটা করে তার বার্থডের
    অনুষ্ঠান পালন করা হবে।সাঁঝের
    বেলা থেকে বাড়িতে লাল,নীল,হলুদ
    রঙের বাল্ব জ্বলছে।
    আজ আমার একমাত্র মেয়ের
    বয়স দ্বাদশ বছর পূর্ণ হয়েছে।
    রাত্রে ঘটা করে তার বার্থডের
    অনুষ্ঠান পালন করা হবে বাড়ীতে।
    সন্ধ্যাহ্নিকের পরে,
    মা আমাকে জিজ্ঞেস করলেন,
    ‘বৎস্য,আমার নাতনির জম্মদিনের
    কেকের দাম পড়েছে কত?’
    -‘বারোশত টাকা।’
    -‘ঐ টাকা দিয়ে গ্রামের দশ-বারোজন
    গরীব মানুষের অন্ন খাবার
    ব্যবস্হা করলে মেয়ের
    পূণ্য হত।’
    আমি মাথা হেঁট করে রইলাম।

    রবীন্দ্রনাথ
    শাহীন খান

    রবীন্দ্রনাথ, সুরের পাখি স্বপ্ন আঁখি
    ফুল বাগানের ফুল
    চাঁদ ও তারা ঝরণাধারা
    হাজার নদীর কূল।
    রবীন্দ্রনাথ,জোনাক পোকা অবুঝ খোকা
    সবুজ শ্যামল বন
    কাব্য কথা চঞ্চলতা
    তোমার আমার মন।
    রবীন্দ্রনাথ,আলোর রবি ভাবনা সবই
    গানের জাদুকর
    মিলন মেলা সুখের বেলা
    নয় রে সে তো পর ।

    মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
    সাহিত্য সম্পাদক
    বাংলাদেশের বার্তা
    sampadok.afjal@gmail.com

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ