প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ৪:২৪:২৩ প্রিন্ট সংস্করণ
জাহিদুল হাসান:
বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা আজ মঙ্গলবার বরিশাল পুলিশ লাইন্স কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
আজ২৭ সেপ্টেম্বর ২০২২খ্রি. বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২২ খ্রি. উপলক্ষ্যে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই(সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই(সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে “ক্যাম্প প্রশিক্ষণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুস ছালাম, পুলিশ সুপার, এছাড়াও বোর্ডের অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) মোঃ আবুল কালাম আজাদ।
এইচ/কে