প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:২৩:০৪ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার সময় শহীদ দৌলত ময়দানে পৌর আওয়ামী লীগের সভাপতি মো: নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, “বাঙালি জাতির সকল আন্দোলন সংগ্রামের মূল প্রেরণা ছিল একুশে ফেব্রুয়ারি। শোষক গোষ্ঠির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নিজেদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় তার প্রথম ধাপ ছিল একুশে ফেব্রুয়ারি।
তিনি আরো বলেন, আমাদের ভাষা-কৃষ্টিতে যারা পুরোপুরি বিশ্বাস করে না বরং পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী, সেই বিএনপি স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনীতি করে। সে কারণেই স্বাধীনতার পরও আমাদের ভাষা-সংস্কৃতির ওপর বারবার যে আঘাত এসেছে, তার প্রধান পৃষ্ঠপোষক ছিল বিএনপি ও তার নেতৃত্ব। এদের প্রতিহত করাই আজকের শপথ।”
প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, বিএনপি কথায় কথায় বলে- ‘বর্তমান সরকারের পতন ছাড়া ঘরে ফিরবে না’। তাদের এ কথা গত ১৪ বছর ধরে শুনছি। সরকারের পতন ঘটাতে গিয়ে দেখা গেলো বিএনপিই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের কাছে তাদের পতন হয়ে গেছে।
সভায় বক্তব্য রাখেন রেজাউল করিম, সালাহউদ্দিন আহমদ সিআইপি, এডভোকেট রনজিত দাশ, নাজনীন সরওয়ার কাবেরী, ইউনুস বাঙালি, নুরুল আজিম কনক এম.এ মনজুর, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ উল মওলা, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, আসিফ উল মওলা, সহ-সভাপতি পরিমল কান্তি দাস, সহ-সভাপতি সেলিম নেওয়াজ, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম।
এদিকে সভাপতির বক্তব্যে পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম বলেন একুশে ফেব্রুয়ারি বাঙালী জাতির জন্য অনেক তাৎপর্যপূর্ণ।
একুশে ফেব্রুয়ারি ও একাত্তরের পরাজিত শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। আগামী জাতীয় নির্বাচন কে সামনে রেখে তাঁরা গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই তাঁদের মোকাবিলায় পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে , নাজমুল হোসাইন নাজিম, মিজানুর রহমান, সেলিম উল্লাহ কোম্পানি, পৌর আওয়ামী লীগ নেতা যথাক্রমে: এড: বাবুল চন্দ্র দাস, রফিক মাহমুদ, নুরুল আলম পেটান, কাসেম কন্ট্রাক্টার, গিয়াস উদ্দীন, ইয়াহিয়া খান, ওসমান গনি টুলু, আরমানুল আজিম, আবু আহমদ, তাজ উদ্দিন, হাবিব উল্লাহ, জাফর আলম, সেলিম ওয়াজেদ, মেজবা উদ্দিন কবির, নুর মোহাম্মদ, মোর্শেদুল হক চৌধুরী, রাশেদুল ইসলাম ডালিম, রবিউল চৌধুরী রবি, এড: রিদুয়ান আলী, আনোয়ার হোসেন, কাসেম আলী, মিটন কান্তি দাস, নুর মোহাম্মদ খুইল্লা মিয়া, ফরহাদ রেজা,ফয়সাল হুদা, সোহেল রানা, আবদুল মজিদ সুমন, এড: ছোটন কান্তি দাস, সাগর পাল, মো: কামাল, আলী হোসেন, মো: বেলাল, সাইফুল কবির রনি, আব্দুস সাত্তার, সৈয়দ নুর, আনোয়ার হোসাইন, মো: জামাল সহ আরও অনেকে।