• অন্যান্য

    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ 

      প্রতিনিধি ১৬ মার্চ ২০২৩ , ২:১৬:৪৭ প্রিন্ট সংস্করণ

    নিরানন্দ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুরের পার্বতীপুর উপজেলাধীন ৭নং মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ ১৬ই মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার আমবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক এবং অভিভাবক সমাবেশে অতিথিদের সামনে দশম শ্রেণীর ছাত্রীদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষিকা প্রধান অতিথি কে ক্রেস্ট প্রদান করেন।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক মন্ত্রী দিনাজপুর-৫ আসন (পার্বতীপুর-ফুলবাড়ী) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।

    এছাড়াও উপস্থিত, আমবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঃ জগবন্ধু রায়, সহকারী প্রধান শিক্ষিকা সামসুর নাহার, আমবাড়ী মহিলা কলেজের প্রভাষক শ্রীঃ নিখিল চন্দ্র রায়, ৭নং মোস্তফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোছাব্বের হোসেন মন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সিদ্দিক মন্ডল, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান প্রামাণিক, যুবলীগ সভাপতি মোঃ রাসেদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব আলী মন্ডল, ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা সহ প্রমূখ।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ফিজার এমপি অভিভাবকদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক, উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা কার্ডের সুযোগ করে দিয়েছে।

    তাই আপনারা নিজ নিজ সন্তানের প্রতি খেয়াল রাখবেন, পড়াশুনায় মনোযোগী কি না, বাড়ি থেকে স্কুলে যাচ্ছে কি না ,নাকি স্কুল ফাঁকি দিয়ে কোথাও আড্ডা দিচ্ছে তো সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটি কথা নিজের সন্তান কে মাদক থেকে দূরে রাখবেন ইত্যাদি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ