• ক্যাম্পাস

    বিগত বছরগুলোর তুলনায় সর্বোচ্চ বাজেট পাচ্ছে খুবি

      প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ১০:২০:০৯ প্রিন্ট সংস্করণ

    আবির হাসান।

    আসন্ন ২০২৩-২৪ অর্থ বছরের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ১৬০ কোটি ৯৭ লাখ টাকার বাজেট পেতে যাচ্ছে। যা চলতি অর্থবছরের চেয়ে ২৩ কোটি ৯১ লক্ষ বেশি। ২০২২-২৩ অর্থ বছরের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিলো ১৪৮ কোটি ৮৮ লাখ টাকা।

    গতকাল রোববার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬৫তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।

    সভার কার্যপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। সভায় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেটের বিস্তারিত দিক তুলে ধরেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

    এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, বর্তমান উপাচার্য ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সকল বিষয়ে এগিয়ে যাচ্ছে যার কারণে গত বছররে তুলনায় এবার আমরা বেশি বাজেট পেয়েছি।এর ফলে আমরা শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের উন্নয়নে আরো বেশি কাজ করতে পারবো।

    উল্লেখ্য, উচ্চশিক্ষায় ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ২০২৩-২৪ অর্থবছরে মূল বাজেটে ১৭৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় বাজেটে এ খাতে বরাদ্দ ২৪ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ