প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৫৮:৪২ প্রিন্ট সংস্করণ
মুফিজুর রহমান তালুকদারঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে দুর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসায় বিশ্বনাথ উত্তর উপজেলা তালামিযের সাবেক সভাপতি ও কানাডা প্রবাসী ফখরুল ইসলাম রাহিল, যুক্তরাজ্য প্রবাসী দিলোওয়ার হুসাইন, ইতালি প্রবাসী আব্দুল হান্নান, সৌদি আরব প্রবাসী হাজী আব্দুল মতিন, আলী হুসেন, মো. দবির আহমেদ ও কাতার প্রবাসী নুরুল আমিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ যে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় মাদরাসার কনফারেন্স হলরুমে মাদরাসার শিক্ষক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদেরকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
বিশিষ্ট মুরব্বি মো. সিরাজ মিয়ার সভাপতিত্বে ও মাদরাসার সহকারী শিক্ষক মো. বায়েজীদ আহমদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল আলম এবং সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উত্তর উপজেলা তালামিযের সাবেক সভাপতি ও কানাডা প্রবাসী ফখরুল ইসলাম রাহিল।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য, মো. আব্দুল গফুর, অর্থ সচিব রফিক আহমদ সাবেক মেম্বার, মুরব্বি মুসলিম আলি, তাজ উদ্দিন, সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ।