প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৩ , ৫:৩১:৩৬ প্রিন্ট সংস্করণ
মুফিজুর রহমান তালুকদারঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় আটগ্রাম বাজার/নায় বাজারে ফাহিম রহমানের সার্বিক তত্তাবধানে ‘রহমান স্পোর্টস সেন্টার’ নামে ইনডোর স্টেডিয়ামের উদ্ভোধন করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের লামাকাজী-বিশ্বনাথ রোডের পার্শে আটগ্রাম বাজার সংলগ্ন ওই ইনডোর স্টেডিয়াম এর শুভ উদ্ভোধন করেন ও বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
সমাজসেবক আতাউর রহমানের উদ্যোগে ও ফাহিম রাহমানের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল-১ এনামুল হক এনাম মেম্বার, খাজাঞ্চি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য শফিক মিয়া, সাবেক মেম্বার শহীদ আহমেদ, গয়াছ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমেদ শান্তি মিয়া, বাবুল মিয়া, ক্রীড়া সাংবাদিক জুয়েল আহমেদ, ক্রীড়াবীদ নাজমুল রাহমান প্রমুখ।