বিশ্বনাথে লতিফিয়া ইমাম সোসাইটির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ | বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৩:০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ৯৬১০ বার পড়া হয়েছে
মুফিজুর রহমান তালুকদারঃ
সিলেটের বিশ্বনাথে লতিফিয়া ইমাম সোসাইটির পক্ষ থেকে গরীব-দুঃখী শীতার্থ অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের আলিয়া মাদ্রাসার কনফারেন্স হলরুমে আতিকুর রহমান তামীমের অর্থায়নে প্রায় অর্ধ শতাধিক শীতার্থ অসহায় মানুষের মাঝে ওই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শীত বস্ত্র বিতরণ করেন আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় পরিষদের সদস্য তালুকদার ফয়জুল ইসলাম। বক্তব্য রাখেন ইমাম সোসাইটির উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম যুক্তিবাদী, রামপাশা ইউনিয়নের সভাপতি মাওলানা মনসুর আহমদ বিপ্লবী, হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন লতিফী, দৌলতপুর ইউনিয়নের যুগ্ম-সাধারন সম্পাদক মাওলানা শামসুল ইসলাম জুনেদ এবং সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আতিকুর রহমান তামীম।
অতিথি বৃন্দ তাদের বক্তব্যে সোসাইটির এই মহতী উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন এবং সহযোগীতার আশ্বাস ব্যক্ত করেন।
সোসাইটির সভাপতি মাওলানা গোলাম মোস্তফা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আনোয়ার হোসেন ও অফিস সম্পাদক হাফিজ মাওলানা সাইফুর রহমান ছালিকে’র যৌথ পরিচালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা আখতার আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইমাদ উদ্দিন তালুকদার দয়াল, সোসাইটির উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল কাইয়ুম, নির্বাহী সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, রামপাশা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব, সহ-সভাপতি মাওলানা কাওছার আহমদ চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরনসহ উপজেলাধীন সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।