• দূর্ঘটনা

    ব্রাক্ষণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দুই তরুণকে আহত করেছে ইভটিজাররা | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ২:০৯:৫২ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা প্রতিনিধি :

    শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যারাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগরে এ ঘটনা ঘটে। আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

    আহতদের সূত্রে জানা গেছে, উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের জাকির হোসেনের ছেলে রিফাত ও তার সহযোগীরা স্থানীয় মেয়েদের উত্ত্যক্ত করত। এ নিয়ে একই এলাকার ফরিদ মিয়া সরকারের ছেলে ইমরান হোসেন সরকার ও উসমান মিয়ার ছেলে হৃদয় ইভটিজিংয়ে বাধা দিলে ইভটিজাররা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ইমরান হোসেন ও হৃদয়কে আহত করে।

    তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ