প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ২:০৯:৫২ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি :
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যারাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগরে এ ঘটনা ঘটে। আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহতদের সূত্রে জানা গেছে, উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের জাকির হোসেনের ছেলে রিফাত ও তার সহযোগীরা স্থানীয় মেয়েদের উত্ত্যক্ত করত। এ নিয়ে একই এলাকার ফরিদ মিয়া সরকারের ছেলে ইমরান হোসেন সরকার ও উসমান মিয়ার ছেলে হৃদয় ইভটিজিংয়ে বাধা দিলে ইভটিজাররা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ইমরান হোসেন ও হৃদয়কে আহত করে।
তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।