প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৬:৪০:৩৩ প্রিন্ট সংস্করণ
সাইফুল ইসলাম ভূইয়া।
ব্রাহ্মণপাড়ায় পূজা মন্ডপে মন্ডপে ঢাকের ডোল। শৃঙ্খধ্বনিতে মুখরিত প্রাঙ্গণ। দেবী দুর্গার আগমনী সুরে ভক্তকুল উলুধ্বনিতে মাতোয়ারা।
স্থানীয় নেত্রীবৃন্দ, রবিবার সন্ধায় কুমিল্লা’র ব্রাহ্মণপাড়া উপজেলা,মালাপাড়া ইউনিয়ন, রামনগরের রাধা গোবিন্দ মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব,পূজা মন্ডপের সভাপতি ডাক্তার জ্যোতিষ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র দাস, মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, ইউপি সদস্য আবুল কালাম হাজারী, ইউপি সদস্য মনতাজ,মোঃ ময়নায় হোসেন হাজারী, প্রমূখ।