• রাজনীতি

    ভোট দিতে পারবেন না হিরো আলম

      প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৫:১৬:৪৩ প্রিন্ট সংস্করণ

    রাজধানী প্রতিনিধি। 

    ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোট দিতে পারবেন না। শুধু হিরো আলম নন, একাধিক প্রার্থী নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

    হিরো আলম ঢাকা-১৭ আসনের ভোটার নন, তিনি বগুড়ার ভোটার। নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে যে কোন আসন থেকে নির্বাচন করার সুযোগ আছে। তবে যেখানে ভোটার, সেই আসন ছাড়া ভোট দেওয়ার সুযোগ নেই প্রার্থীর।

    এদিকে, এই আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। সকাল ৮টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ব্যালট পেপারে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

    রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭
    এই আসনের মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০।

    ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টি-জাপার সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান রাশেদ , তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) ও মো. তারিকুল ইসলাম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ