• কৃষি

    ভোলায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২৩ , ২:৩৬:৫৬ প্রিন্ট সংস্করণ

    মোঃআল-আমিন-ভোলা জেলা প্রতিনিধি। 

    আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভোলায় জেলায় আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে। আর তরমুজের চাহিদা বেশি থাকায় মৌসুমের শুরুতেই ক্ষেত থেকে তরমুজ কিনে নিচ্ছেন বেপারীরা। একইসঙ্গে বাম্পার ফলন ও দাম বেশি পাওয়ায় তরমুজকে ঘিরে নতুন স্বপ্নে বিভোর চাষি ও বেপারীরা। চাহিদা বেশি থাকায় ক্ষেত থেকেই তরমুজ কিনছেন বেপারীরা।

    ভোলার বিভিন্ন এলাকার ক্ষেতগুলো এখন তরমুজে সয়লাব। দ্রুত বাজার ধরতে চলছে দিনরাতের পরিচর্যা।আবহাওয়ার অনুকূল পরিবেশ কে কাজে লাগিয়ে অধিক মুনাফার আশা করছেন চাষিরা।

    এদিকে প্রকৃতিতে গরম শুরু হওয়ায় রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় শহরে তরমুজের চাহিদা বেড়েছে। এতে বাজার ধরতে ক্ষেত থেকেই তরমুজ কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা।

    চাষিরা জানান, ঢাকা থেকে আসা বেপারীরা ক্ষেত থেকে তরমুজ কেটে ট্রাকে করে সরাসরি মোকামে নিয়ে যাচ্ছেন। প্রতি বছর শীতের শেষে উপকূলে ঝড়-বাদল আঘাত আনলে তরমুজের আগাম চাষের ব্যাপক ক্ষতি হয়। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের উৎপাদন বেশ ভালো ফলন হয়েছে।

    জেলার নজরুল নগর ইউনিয়নের মাঝের চরের কৃষক মোশারেফ হোসেন এক একর জমিতে ১ লাখ ৭০ হাজার টাকা খরচে করে আগাম তরমুজ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। ইতোমধ্যে বিক্রি করেছেন ৪ লাখ টাকার তরমুজ। গত বছরের তুলনায় এবার তরমুজ আবাদে একর প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ বাড়লেও বিক্রিতে আগের তুলনায় বেশি লাভ হয়েছে বলে জানান তিনি।

    মাঝের চরের কৃষক মো. লাভলু জানান, ১০ কেজির বেশি ওজনের প্রতি ১০০ পিস তরমুজ মোকামে ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর ৮ থেকে ১০ কেজি ওজনের প্রতি ১০০ পিস তরমুজ ২২ হাজার থেকে ২৪ হাজার ও ৮ কেজির কম ওজনের তরমুজ ১২ হাজার থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ