• অভিযান

    ভোলায় পুলিশি অভিযানে ০৯ জুয়াড়ি আটক | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ১:২৪:১৫ প্রিন্ট সংস্করণ

    মোঃআল-আমিন,ভোলা জেলা প্রতিনিধি।

    ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ চরফ্যাসন থানার তত্ত্বাবধানে চরফ্যাসন থানার জিন্নাগড় ০২নং ওয়ার্ড হতে জুয়া খেলারত অবস্থায় ০৯ জুয়াড়িকে তাস ও নগদ ৩,৫০০/-টাকা সহ আটক করেছে চরফ্যাসন থানা পুলিশ।

    সোমবার (২০ মার্চ) রাতে ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে চরফ্যাসন থানার এসআই (নিঃ) বাসুদেব সরকার ও তার সঙ্গীয় ফোর্সসহ চরফ্যাসন থানাধীন জিন্নাগড় ০২নং ওয়ার্ডস্থ ০১নং আসামী মুরাদ হোসেন (৩২) এর পাকা টিনসেট ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার তাস ও নগদ ৩,৫০০/- টাকা সহ গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ মুরাদ (৩২), ২। মোঃ বাখের (৩২), ৩। মোঃ নুরু উদ্দিন (৩৩), ৪। মোঃ তুহিন (২৩), ৫। মোঃ ইসমাইল (২৮), ৬। মোঃ ফারুক (৫০), সর্বসাং- জিন্নাগড় ০২নং ওয়াড, ৭। মোঃ আব্বাস (৪০), সাং- উত্তর মাদ্রাজ ০৭নং ওয়াড ৮। মোঃ মেহেদী হাসান সবুজ (৩৩), ৯। মোঃ মিজানুর রহমান সুমন (৩৫), উভয়সাং- জিন্নাগড় ০২নং ওয়ার্ড, থানা- চরফ্যাসন, জেলা- ভোলা। উক্ত ঘটনায় জুয়াড়িদের বিরুদ্ধে চরফ্যাসন থানার মামলা নং-০৮, তারিখ-২০/০৩/২০২৩ ইং, প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ