• অভিযান

    ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযান; ০২ কেজি গাঁজা সহ আটক ১

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৪:২৬:৪৫ প্রিন্ট সংস্করণ

    মোঃআল-আমিন,ভোলা জেলা প্রতিনিধি।

    ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন হইতে ০২ কেজি গাঁজা সহ ০১ মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।

    বুধবার (১২ এপ্রিল) বিকালে এসআই গোলাম মোস্তফা, সঙ্গীয় এএসআই সুজন, এএসআই মাইনুল ইসলাম ,কং/৭৭৪ মো: জসিম উদ্দিন,কং/৯৫৮ মোঃ শাহীনসহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কালুপুর সাকিনে লক্ষীপুর গামী লঞ্চ ঘাটের পাকা রাস্তার এর উপর থেকে ০২ (দুই) কেজি গাঁজা সহ ১। মো: নিরব (২৮), সাং-দক্ষিণ চরপাতা, ২নং ওয়ার্ড, পশ্চিম ইলিশা ইউনিয়ন, থানা ও জেলা-ভোলা কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ