• অভিযান

    ভোলার দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ০৬ জুয়ারি গ্রেফতার 

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ১:৩৫:২৪ প্রিন্ট সংস্করণ

    মোঃআল-আমিন,ভোলা জেলা প্রতিনিধি।

    ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, জনাব মোঃ শাখাওয়াত হোসেন, দক্ষিণ আইচা থানা ভোলা এর তত্ত্বাবধানে দক্ষিণ আইচা থানাধীন অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন থেকে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার ৪৮ টি তাস ও নগদ ১,২৩০/- টাকাসহ ০৬ জুয়ারিকে আটক করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

    মঙ্গলবার দুপুরে দক্ষিণ আইচা থানার এসআই নেছার উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় এএসআই জুলহাস কং মেহেদী সহ সঙ্গীয় ফোর্স দক্ষিন আইচা থানাধীন ১৫নং অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ চরকলমী সাকিনে জনৈক কুব্বত আলীর বসত ঘরের দক্ষিণ পাশে বাগানের মধ্যে হইতে জুয়া খেলারত অবস্থায় ১। মোঃ আক্তার (৩০), পিতা-আঃ গনি মাঝি, ২। মোঃ মামুন (২০), ৩। মোঃ রিদয় (২২), ৪। মোঃ জুয়েল (২৮), ৫। মোঃ শহিদুল ইসলাম (৩৬), ৬। মোঃ আবু বকর (২৬), সর্বথানা- দক্ষিন আইচা, জেলা-ভোলাদেরকে জুয়া খেলার ৪৮ টি তাস ও নগদ ১,২৩০/- টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ