• রাজনীতি

    মঠবাড়িয়ায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ১:৫৬:১৩ প্রিন্ট সংস্করণ

    মঠবাড়িয়া প্রতিনিধি।

    পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীয় কোন্দলের জেরে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পুলিশ পাহারায় পৃথক ৪ জায়গায় পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলাল এর নেতৃত্বে শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বালুর মাঠে গিয়ে শেষ হয়।

    এসময় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক আ ম ইউসুফউজ্জামান, সালাহউদ্দিন ফারুক, যুগ্ম আহবায়ক জসিম ফরাজী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।

    অপরদিকে কে এম লতীফ সুপার মার্কেটে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর ছিদ্দিক বাদল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাজমুল আহসান কামাল মুন্সি, গোলাম মোস্তফা প্রমূখ। এছাড়াও কেএম লতীফ মার্কেটের দোতালায় পৌর বিএনপির আহবায়ক কেএম হুমায়ূন কবীরের সভাপতিত্বে পৃথক আরও একটি সমাবেশ ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম মৃধার সভাপতিত্বে আরও একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ