• রাজনীতি

    মনোনয়নপত্র নিলেন নাজিরারটেক মৎস্য সমিতির চার চারবার সফল সভাপতি আতিক উল্লাহ

      প্রতিনিধি ১১ মে ২০২৩ , ৭:৪৬:৪৮ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচন ঘিরে জনমনে বেড়েছে আগ্রহ। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ।

    ববৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে মনোনয়ন ফরম নিলেন ১নং ওয়ার্ডের নাজিরারটেক মৎস্য সমিতির চার চারবার নির্বাচিত সফল সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার পৌর শাখার সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের দীর্ঘ ৩৭বছরের সভাপতি আতিক উল্লাহ কোম্পানী।

    সফল সভাপতি আতিক উল্লাহ কোম্পানী মনোনয়ন ফরম সংগ্রহের পর জেলা নির্বাচন অফিসের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

    মনোনয়নপত্র সংগ্রহ শেষে আতিক উল্লাহ বলেন, বিগত সময়ে ১নং ওয়ার্ডে অভূতপূর্ব উন্নয়ন হওয়ার কথা থাকলেও বর্তমান কাউন্সিলর তা করতে নারাজ। আমার ওয়ার্ডের জনগণ আমাকে নির্বাচিত করার জন্য আমাকে ও আমার পরিবারের লোকজনের সাথে পারিবারিক ভাবে মিশে যাচ্ছে। যাতে আমি নির্বাচন করি ও নির্বাচিত হয়ে ওয়ার্ডের অলিগলি, রাস্তা, স্কুল মাদ্রাসার অসমাপ্ত কাজ সম্পন্ন করানোর জন্য আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে। এ জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

    এদিকে, আগামী ১২ জুন কক্সবাজার পৌর নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতোমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছে। পাড়া-মহল্লায় চলছে নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ